প্রথম রাউন্ডে দেখা যাবে জয়াবর্ধনেকে

আইকোনিক ফোকাস ডেস্কঃ আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত ছয় আসরের একটিতে (২০১৪) বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলকে এবার খেলতে হবে বাছাইপর্বে বা প্রথম রাউন্ডে। এই রাউন্ড পার হলেই খেলতে পারবে মূল পর্ব বা সুপার টুয়েলভে।

 

বেশ কিছু চমক রেখেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড। সঙ্গে রাখা হয়েছে চারজন রিজার্ভ খেলোয়াড়ও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের বাধা প্রথম পর্ব তো পার হতে হবে।

 

হেড কোচ মিকি আর্থারের অধীনে দলটা বিশ্বকাপে গেলেও দলের মেন্টর বা পরামর্শদাতা করা হয়েছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী মাহেলা জয়াবর্ধনেকে। যদিও এই ভূমিকায় জয়াবর্ধনেকে শুধু প্রথম রাউন্ডে দেখা যাওয়ার কথা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

 

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, মাহেলা জয়াবর্ধনেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য শ্রীলঙ্কা দলের পরামর্শকের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপে একই ভূমিকা পালন করবেন ভারতের মহেন্দ্র সিং ধোনি ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। দুজনেই নিজ দেশের জন্য কাজ করবেন।

Leave a Reply

Translate »