পুতিনকে নিঃশর্ত সমর্থন দিবেন কিম

আইকোনিক ফোকাস ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় রুশ প্রেসিডেন্টকে মস্কোর স্বার্থ রক্ষায় পূর্ণ এবং নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম। খবর আল জাজিরার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়ে।

দুই নেতার শীর্ষ বৈঠকে ইউক্রেনে রাশিয়ার হামলার সমর্থন জানিয়েছেন কিম জং। তিনি পুতিনকে বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পবিত্র লড়াইয়ে নেমেছে। উত্তর কোরিয়া পুতিনের যেকোনো সিদ্ধান্তকে সমর্থন জানায়।

আরো পড়ুনঃর‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি, অবনতি তামিম-লিটনের

কিম জং উন আরও বলেন, পিয়ংইয়ং সর্বদা ‘সাম্রাজ্যবাদবিরোধী’ ফ্রন্টে মস্কোর সঙ্গে থাকবে।

এর আগে, গত মঙ্গলবার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান কিম জং-উন। আজ ভস্তোচনি কসমোড্রোম উৎক্ষেপণকেন্দ্রে কিম জং-উনকে স্বাগত জানান পুতিন। এ সময় তিনি উনের সঙ্গে প্রায় ৪০ সেকেন্ড ধরে করমর্দন করেন এবং বলেন, ‘আমি আপনাকে দেখে আনন্দিত।’

ভস্তোচনি কসমোড্রোম রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুরে অবস্থিত একটি আধুনিক মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র।

কিম জং–উন তাঁকে রাশিয়ায় আমন্ত্রণ এবং উষ্ণ অভ্যর্থনার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। একজন দোভাষীর সহায়তা নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেন উন।

Leave a Reply

Translate »