পাখি পালা যাবে

আইকোনিক ফোকাস ডেস্কঃ যেসব পাখি খাঁচাতেই জন্মায় এবং এখানেই জীবন যাপন করে। এসব পালিত পাখিকে নিয়মিত খাবার পানি ও চিকিৎসা দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করতে পারলে খাঁচায় রেখে লালন-পালন করা জায়েজ হবে। 

 

কিছু সাহাবী থেকে খাঁচায় পাখি লালন-পালন করা প্রমাণিত রয়েছে। হজরত হিশাম ইবনে উরওয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.) মক্কায় ছিলেন। তখন সাহাবীরা খাঁচায় পাখি রাখতেন।

 

খাবার-পানির সঠিক ব্যবস্থা করে ও কোনো ধরনের কষ্ট না দিলে- খাঁচায় বন্দি করে পাখি পোষা জায়েজ।

 

 

Leave a Reply

Translate »