নেট দুনিয়ায় তারকা হয়ে গেছেন ভুবন বাদ্যকর এবার আবার ও ভাইরাল কাঁচাবাদাম

আইকোনিক ফোকাস ডেস্কঃ কিছুদিন আগে শ্রীলঙ্কান পপকুইন ইয়োহানির ‘মাগে হিতে’ গানটি আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। গানটি নিয়ে কম হইচই হয়নি। এবার ভাইরাল ‘কাঁচাবাদাম’ গান। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সামাজিকমাধ্যমে সয়লাব এই গান।

অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মুখে মুখে। তবে অনেকেই জানতেন না, এই গানের গীতিকার, সুরকার আর গায়ক কে বা কারা? আর গানটি এলো কোথা থেকে! কেনইবা ভাইরাল হলো? সেই অর্থে ‘কাঁচাবাদাম’ কোনো গান নয়। ক্রেতাদের আকৃষ্ট করতে এক বাদামওয়ালার মুখে মুখে বানানো কথামালা।

তবে চলতি বছরের অন্যতম ভাইরাল গান ‘কাঁচাবাদাম’। এই গানের জন্য রাতারাতি নেট দুনিয়ায় তারকা হয়ে গেছেন ভুবন বাদ্যকর। এবার তার এই গানের একটি র‌্যাপ সংস্করণে নেচে-গেয়ে হাজির হলেন তিনি।

‘বাদাম অফিশয়াল’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। এতে ভুবন বাদ্যকরকে চোখে সানগ্লাস দিয়ে র‌্যাপের তালে নেচে গানটি গাইতে দেখা গেছে। শুধু তাই নয়, এতে তার সঙ্গে একজন নারীও নেচেছেন, যা ভিডিওটির দর্শকের মাঝে বাড়তি বিনোদন জুগিয়েছে।

Leave a Reply

Translate »