জয়ের বিকল্প হিসেবে খেলবেন নাঈম শেখ

আইকোনিক ফোকাস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলনের সময় হাতে চোট পান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর তিনটি সেলাই লেগেছে তার হাতে। যে কারণে অন্তত ৭ থেকে ১০ দিন থাকতে হবে মাঠের বাইরে।

চোটে পড়ে প্রথম টেস্টে তো মাঠে নামতে পারবেনই না সঙ্গে ৯ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় শেষ টেস্টেও পাওয়া হবে না তাকে। তাই জয়ের বিকল্প হিসেবে নাঈম শেখকে খেলানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে হাবিবুল বলেন, “নাঈম শেখ তৃতীয় ওপেনার হিসেবে গেছে নিউজিল্যান্ডে। আমি যতদূর জানি দ্বিতীয় টেস্টে সে (জয়) খেলতে পারবে না। সময় তো খুব বেশি নেই, আমাদের জানা নিউজিল্যান্ডে স্থলাভিষিক্ত হিসেবে কাউকে পাঠিয়ে কোনো লাভ নেই, কোয়ারেন্টিন করতে হবে। নাঈম কিন্তু দলের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে গেছে, সম্ভবত জয় না খেললে সে (নাঈম শেখ) খেলবে।

Leave a Reply

Translate »