যেভাবে জিমেইল পাসওয়ার্ড রিকভারি করবেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ Gmail অ্যাকাউন্টে আমাদের বর্তমান জীবনের একটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। আপনার অফিসের কাজ থেকে নিয়ে আপনার পার্সোনাল লাইফে ইমেল সার্ভিস ব্যবহার করা হয়। এছাড়াও গুগল এর বাকি সব সার্ভিসও ব্যবহার করতে এই একই জিমেল অ্যাকাউন্ট দরকার লাগে। এর পাশাপাশি আপনি যদি অ্যানড্রয়েড ফোন ব্য়বহার করেন তবেও এই অ্যাকাউন্ট বাধ্যতামূলক।

আরও পড়ুন ঃজাকারবার্গের সাফল্যের ৬ টি মন্ত্র

আপনি যদি আপনান জিমেল (Gmail) এর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তবে নীচে দেওয়া স্টেপগুলির মাধ্য়মে আবার তা ফিরে পাবেন। 

যেভাবে জিমেল পাসওয়ার্ড রিকাভার করবেন:-

 

  • সবার প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট বা Gmail পেজটি খুলুন।
  • এবার গুগল লগ ইন পেজে ‘Forget Password’ অপশনটি ক্লিক করতে হবে।
  •  আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। কোন পাসওয়ার্ড মনে করতে না পারনে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’(Try another way) সিলেক্ট করুন।
  • আপনার জিমেল অ্যাকাউন্ট এর সাথে যে ফোন নম্বারটি লিঙ্কড আছে সেই নম্বরে মেসেজ পাঠাবে গুগল।
  • আপনার কাছে সেই ফোন নম্বর না থাকলে বিকল্প আপনার ইমেলে (Email) ভেরিফিকেশান কোড পাঠাবে গুগল। বিকল্প ইমেল না থাকলে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’ (Try another way সিলেক্ট করতে হবে।
  • এরপরে গুগল আপনার কাছে অন্য় কোনও ইমেল আইডি চাইবে যেখানে আপনাকে ইমেল পাঠানো যাবে।
  • এবার সংস্থার ইমেলে পেলে গুগলের ডায়ালগ বক্স পেজটি খুলুন।
  • রিকভার হয়ে গেলে নতুন পাসওয়ার্ড ব্য়বহার করে আপনার Gmail লগ ইন করুন।

Leave a Reply

Translate »