কেমন হবে শীতের পারফিউম?

আইকোনিক ফোকাস ডেস্কঃ সুগন্ধি এখন আর কেবল বিলাসিতা বা আভিজাত্যের অংশ নয়, সারা বছরই নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে।

তবে শীতে বেশি পোশাক পরার জন্য সব পারফিউম তার সুবাস ছড়াতে পারে না। তাই আপনার দৈহিক গঠনের ওপর ভিত্তি করে পারফিউম পছন্দ করবেন।

শুকনো ও আর্দ্রতা শূন্য ত্বকে পারফিউমের সুগন্ধি বেশিক্ষণ স্থায়ীও হয় না, এজন্য কড়া কোনো সুগন্ধি ব্যবহার করাটাই ভালো।  

শীতে পারফিউম বেশি সময় স্থায়ী করতে যা করবেন

  • পোশাক পরার পর পারফিউম ব্যবহার করবেন।
  • গোসলের পর শরীরের লোমকূপের ছিদ্রগুলো প্রসারিত হয়। এসময় সুগন্ধি ব্যবহারে অনেক বেশি সময় স্থায়ী হবে।
  • পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধি লাগিয়েছেন তার ওপর নন-সেন্টেড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • পুরুষের জন্য বস, ডাভিডফ, ওয়ান মিলিয়ন, অবসেশন আকুয়া ডি জিও। এছাড়া নারীরা অ্যাম্বার, ভেনিলা এবং সিনামন জাতীয় সুগন্ধিগুলো ব্যবহার করতে পারেন যেগুলো অরেঞ্জ, ক্যারামেল, লেমন অথবা ফ্রুটস এর গন্ধযুক্ত। উল ওয়াটার  কোরাস ক্যালভিন ক্লিনার, বারবারি, স্কাটাও ব্যবহার করতে পারেন।
  • কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম নিন। ভালো ব্র্যান্ডের একটি পারফিউমের দাম দুই হাজার থেকে শুরু।
  • অন্ধকার, ঠান্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ অনেকদিন পর্যন্ত পরিবর্তন হবে না। 

Leave a Reply

Translate »