কেন বাসে করে আসা-যাওয়া করতেন তাসনিয়া ফারিণ ও মেয়ের অভিনয় দেখে মা কী বলেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ তাসনিয়া ফারিণ বলেন, নাটকে চরিত্রের প্রস্তুতি নিতে পারি না। বিশেষ চরিত্র হলে ভিন্ন কথা। চিত্রনাট্য পড়ে পরিচালকের সঙ্গে কথা বলি। বাস্তব জীবনের কিছু অভ্যাস যোগ করি। একেকটা চরিত্র একেকটা ভিন্নধর্মী মানুষ। একটা মানুষ হিসেবে শিফট করার চেষ্টা করি। নাটকে চাইলেও সময়স্বল্পতার কারণে অনেক কিছু করতে পারি না। ভালোবাসা দিবসের আগে এক মাস কাজ করিনি। তখন ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান-এর কাজ করেছি। সময় পেয়েছি, পরিচালকের সঙ্গে নিয়মিত আলাপ করেছি। এই ওয়েব সিরিজে ‘সাবিলা’ চরিত্র হয়ে ওঠার জন্য এক মাস বাসে করে শাহবাগে আসা-যাওয়া করেছি।

তাসনিয়া  ফারিণ

 

অন্যদিকে তাসনিয়া ফারিণের  মায়ের অভিনয়ের আগ্রহ ছিল। কিন্তু হয়ে ওঠেনি। অভিনয়ের চেয়ে বেশি, আম্মু আমাকে দেখতে কেমন লাগে, তা-ই দেখেন। আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হলে তাঁরা যখন বলেন, আম্মু খুব খুশি হন। নাটক দেখার পর, আম্মু বেশির ভাগ কথা বলেন আমার পোশাক নিয়ে। অভিনয় খুব একটা বোঝেনও না। পর্দায় কেমন দেখাচ্ছে, তা নিয়েই বেশি ভাবনা। কোনো চরিত্রে অন্য রকম লাগলে মা বলে ওঠেন, তোমাকে এমন দেখাল কেন? আমি বলি, চরিত্রটাই তো এমন। তখন বলেন, না, আমার এত সুন্দর একটা মেয়ে, এ রকম লাগবে কেন?  (হাসি)

 

Leave a Reply

Translate »