কলার খোসায় সুন্দরী হওয়ার সহজ উপায়

আইকোনিক ফোকাস ডেস্কঃকলাতে রয়েছে নানাবিদ উপকার । কাচা কলা কিংবা পাকা কলা এছাড়াও কলার খোসাতেও রয়েছে উপকার। কলার বিভিন্ন উপকারিতার মাঝে আজকে আমরা কথা বলতে চলেছি কলার খসা নিয়ে।

কলার খোসা অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপচর্চায়৷ স্কিনপোরস সংক্রান্ত সমস্যা দূর করে আমাদের ত্বককে করে তোলে ঝকঝকে৷ত্বকে অকালবার্ধক্যের ছাপ পড়তে দেয় না খোসা৷ ফেশিয়াল স্ক্রাব হিসেবে কলা খোসা ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়৷

কলার খোসা
কলা

চোখের চারপাশে খোসার প্যাক লাগালে কমে যায় ফোলাভাব৷ দূর হয় ট্যান৷ব্রণর জন্য ত্বকে যে কালো দাগ হয়, সেগুলি দূর করে ত্বককে হাইড্রেট করে  খোসা৷ আরও পড়ুন ঃচোখের ব্যথা থেকে বাঁচতে করণীয়

কলার খোসা
 খোসা

খোসার সঙ্গে মধু, টকদই, দু টুকরো কলা মিশিয়ে বানান ফেসপ্যাক৷ তার পর সেটি মুখে মাখুন৷এই ফেসপ্যাক মুখে লাগানোর আগে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবেন৷এই ফেসপ্যাক মুখে ১০-১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন৷

যদি প্যাক তৈরির সময় না থাকে, সরাসরি খোসা মুখে ঘষে নিন৷ তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ৷ নিমেষে আসবে চাকচিক্য৷

Leave a Reply

Translate »