এমিকে বলা হয় ছোট পর্দার অস্কার

আইকোনিক ফোকাস ডেস্কঃ এমিকে বলা হয় ছোট পর্দার অস্কার। প্রতিবছর সেপ্টেম্বরের মাঝামাঝি কোনো এক রোববারে ঘোষণা করা হয় পুরস্কারজয়ীদের নাম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সময় গতকাল সোমবার সকালে জয়ীদের নাম ঘোষণা করা হয়। ৭৩তম এ আয়োজনে বাজিমাত করেছে দ্য ক্রাউন, টেড ল্যাসো।

 

নেটফ্লিক্সে দ্য ক্রাউন সিরিজ প্রথম মুক্তি পায় ২০১৬ সালে। ৪ সিজনে ১০টি করে পর্ব। গত সিজনটি তৈরি করেন ব্রিটিশ পরিচালক জেসিকা হবস। তাঁর হাতেই গেছে এবারের সেরা ড্রামা পরিচালকের পুরস্কার। সব সিজনের কাহিনিই লিখেছেন পিটার মরগ্যান। সিরিজটিতে তুলে ধরা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্ব।

 

 

সিএনএন জানায়, এবার সব মিলিয়ে ৪৪টি এমি ঘরে তুলেছে নেটফ্লিক্স। এ বছর আলোচিত গভর্নর্স অ্যাওয়ার্ড জিতেছেন ডেবি অ্যালেন। তাঁকে দাঁড়িয়ে করতালিতে সম্মান জানানো হয়। এই সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এর আগে আরও দুবার এমি জিতেছিলেন তিনি। ১১ বার এমি পেয়ে এবার কৃষ্ণাঙ্গদের মধ্যে রেকর্ড গড়েন রূপল চার্লস।

Leave a Reply

Translate »