আঁখির জন্য ব্যাপারটা চ্যালেঞ্জিং মনে হয়েছে

আইকোনিক ফোকাস ডেস্কঃ কয়েক দশকের সংগীতজীবনে শত শত গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন আঁখি আলমগীর। আধুনিক গানের এই শিল্পীকে কখনো লোকগানের অনুষ্ঠানে দেখা যায়নি। এবারই প্রথম লোকগানের অনুষ্ঠানে গাইলেন। আঁখি জানালেন, লোকগানের অনুষ্ঠানের ব্যাপারটা চ্যালেঞ্জিং মনে হয়েছে বলেই গেয়েছেন।

 

আঁখির গাওয়া লোকগানের এই অনুষ্ঠান ‘ফোক স্টেশন’ আরটিভিতে প্রচারিত হবে। এই অনুষ্ঠানে তিনি গেয়েছেন ছয়টি গান। গানগুলো হচ্ছে ‘আইছে দামান সাহেব হইয়া’, ‘বসন্ত আসিল সখী’, ‘হায় বাঙালি’, ‘সাগর কূলের নাইয়া’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’ ও ‘বন্ধু কাজল ভ্রমরা রে’। এর আগে লোকগানের এই অনুষ্ঠানের তিনটি সিজন শেষ হয়েছে।

 

আঁখি আলমগীর বললেন, ‘প্রথমে আমি একটু ভাবছিলাম, আমি তো সম্পূর্ণ আধুনিক গানের শিল্পী, ফোকটা আদৌ গাইতে পারব কি না। ফোকের কিন্তু আলাদা কিছু স্টাইল আছে। গাইলেও একদম ফোকশিল্পীর মতো তো গাইতে পারব না। তবে ব্যাপারটা চ্যালেঞ্জিং মনে হয়েছে বলেই গেয়েছি। ফোক স্টেশন অনুষ্ঠানের চারটি আসরেরই সংগীত পরিচালক জে কে মজলিশ। তিনি বললেন, ‘এই সিজনের প্রথম শিল্পী ছিলেন নবনীতা চৌধুরী এবং দ্বিতীয় পর্বে গান শোনাবেন আঁখি আলমগীর।

Leave a Reply

Translate »