এবার পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের কোচ ফন গাল

আইকোনিক ফোকাস ডেস্কঃ কাতার বিশ্বকাপের পর পদত্যাগের সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। তার অধীনে ডাচরা মরুর বুকে বিশ্ব আসরে বেশ ভালও করেছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ভার্জিল ফন ডাইকের দল। যার কারণে এবার নিজেই সরে দাঁড়ালেন ৭১ বছর বয়সী এই কোচ।

নেদারল্যান্ডসের অন্যতম সেরা এই কোচ সর্বজন স্বীকৃত। ক্লাব ফুটবলে বার্সেলোনা, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করে বেশ সফল ছিলেন তিনি। তাই তৃতীয়বারের মতো দেশের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের অধরা ট্রফি এনে না দিতে পারার কষ্ট নিয়েই বিদায় নিলেন সদ্য ক্যান্সারজয়ী এই কোচ।

নেদারল্যান্ডসের হয়ে ২০০০-০১ সালে প্রথমবার কোচ হয়েছিলেন তিনি নেদারল্যান্ডসের। যেখানে ১৫টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ৯টি ম্যাচ জিতেছিলেন। কিন্তু সেখানেই প্রথম মেয়াদ শেষ করেন ফন গাল।

Leave a Reply

Translate »