এত দিন পড়ে খেলতে নেমেও ব্যাটিং করা হলো না তামিমের

আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলছেন ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন এই টাইগার ওপেনার।

 

রোববার তামিমের দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি পোখারা রাইনোজের। এই ম্যাচের একাদশ সাজানো হয় তামিমকে রেখেই।

 

নেপালের কীর্তিপুরে পোখারা রাইনোজের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল ভৈরাওয়া। তবে খেলা হয়নি দশ ওভারের বেশি। ম্যাচের ১০.১ ওভারের মাথায় বৃষ্টি শুরু হয় মুশলধারে। বৃষ্টি থামার জন্য ঘণ্টা খানিক অপেক্ষা করলেও কমেনি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি।

 

হাঁটুর চোটের কারণে প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলা, এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলেননি তামিম। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও প্রত্যাহার করে নেন নাম।

Leave a Reply

Translate »