ইউটিউব চ্যানেলে দেখা যাবে ওয়েবফিল্ম ‘হরিজন পল্লী’

আইকোনিক ফোকাস ডেস্কঃ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও ওয়েবফিল্মটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, হরিজনরা আমাদের সমাজেরই অংশ। তাদের বৈচিত্রময় জীবন সম্পর্কে সুন্দর ও বাস্তবিকভাবে আমাদের দর্শকদের সামনে মেলে ধরতেই এই ওয়েবফিল্মটি করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে তাদের ক্রাইসিসগুলো নিয়ে সবাই সচেতন হবে। এইদিকে ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ওয়েবফিল্ম ‘হরিজন পল্লী’।

হরিজনদের জীবন বৈচিত্র্য নিয়ে সৈয়দ আশিক রহমানের গল্পে ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ। পরিচালনা করেছেন সকাল আহমেদ।

তিনি বলেন, প্রথমেই আমি বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিতে চাই যে, তারা আমাকে এ কাজটি করার সুযোগ দিয়েছেন। এক কাজটি আমার কাছে একটি স্বপ্নের মতো। দীর্ঘদিন ধরে এর চিত্রায়ন নিয়ে আমি চিন্তা ও চর্চা করেছি। আশা করি, দর্শক দারুণ উপভোগ করছে।

Leave a Reply

Translate »