আমলের অসিলায় দোয়া করা প্রসঙ্গে যা বলা হয়েছে

আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রশ্ন: অনেককেই দেখা যায় দোয়া ও মোনাজাতে বলেন, হে আল্লাহ, আমাদের এই নামাজ/রোজা/কুরআন তিলাওয়াতের উসিলায় গুনাহগুলো মাফ করে দিন। আমাদের আপদ-বালা ও মুসিবতগুলো দূর করে দিন। আমাদের নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দিন। এভাবে কি দোয়া করা ঠিক?

 

উত্তর: কোনো নেক আমলের অসিলা করে দোয়া ও মোনাজাত করা সর্বশ্রেণির আলেমদের কাছে জায়েজ। হাদিস শরিফে নেক আমলের অসিলা করে দোয়া করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়া স্পষ্টভাবে প্রমাণিত।

 

প্রশ্ন: আমি কোনো এক কারণে আমার স্ত্রীকে তালাক দিয়েছিলাম। তিনি মারা গেছেন। আমি কি তার কবর জিয়ারত করতে পারব?

 

উত্তর: শরিয়তসম্মত কোনো কারণ ছাড়া তালাক দেওয়া অত্যন্ত জঘন্য পাপ। হ্যাঁ, মরহুমার কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব করতে পারবেন। ইসালে সওয়াব যে কোনো মুসলমানের জন্য করা যায়। কবর জিয়ারত করা যে কোনো মুসলমানের জন্য জায়েজ। তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু তালাকের কারণে মুসলিম ভ্রাতৃত্ববোধ শেষ হয়ে যায় না।

 

উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

 

Leave a Reply

Translate »