৩৫ হাজার টাকায় বিক্রি হলো এক বোয়াল

রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের পাশে সোমবার সকাল ৬টার দিকে স্থানীয় জেলে পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে পলাশ বলেন, ‘আমি ভোরে নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। নদীতে মাঝে মাঝেই এ রকম বড় মাছ পাওয়া যায়। আজকে আমার ভাগ্যে মাছটি ছিল। পরে ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে মাছটি বিক্রি করি।’

তিনি সকালে মাছটি শাকিল-সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করি। আজকের মাছটিও কিনেছিলাম। বড় বড় মাছগুলো সাধারণত শিল্পপতি বা বড় ব্যবসায়ীরা কিনে নেন।

তিনি আরো বলেন, মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করে আজকের মাছটি ফরিদপুরের মধুখালীর ব্যবসায়ী জালাল সাহেবের কাছে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

Leave a Reply

Translate »