আইকোনিক ফোকাস ডেস্কঃ দুই সপ্তাহ পরই শেষ হবে ২০২৩ সাল। বছরজুড়ে প্রযুক্তি বিশ্বে ঘটেছে নানান ঘটনা। এর মধ্যে অনেক নতুন গেম এসেছে, কিছু আবার বন্ধও করে দেওয়া হয়েছে। অনেক অ্যাপ চালু হয়েছে তো আবার অনেক অ্যাপ নিষিদ্ধ হয়েছে।
জানেন কি চলতি বছরে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে কোন অ্যাপগুলো। সম্প্রতি সেই তালিকা প্রকাশ অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল।
২০২৩ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যেসব অ্যাপ-
- টিকটক
- ইনস্টাগ্রাম
- ফেসবুক
- হোয়াটসঅ্যাপ
- ক্যাপকাট
- স্ন্যাপচ্যাট
- টেলিগ্রাম
- মেসেঞ্জার
- হোয়াটসঅ্যাপ বিজনেস
- স্পটিফাই।
২০২৩ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি আইফোন অ্যাপ-
- হোয়াটসঅ্যাপ
- ইনস্টাগ্রাম
- ইউটিউব
- জিওসিনেমা-বিগ বস এবং স্পোর্টস
- গুগল
- স্ন্যাপচ্যাট
- গুগল পে
- জি-মেইল
- গুগল ক্রোম
- ফেসবুক।