স্বামীর পদবী নিতে নারাজ অভিনেত্রী মধুমিতা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিয়ের পর নারীদের নামের সঙ্গে যুক্ত হয় তার স্বামীর নামের অংশ বা বংশ পদবি। যুগ যুগ ধরে সমাজে এই রীতি প্রচলিত। যদিও কোনো লিখিত নিয়ম নয়, তবে সমাজের অংশ হিসেবে এমনটাই হয়ে আসছে।

কিন্তু কেন শুধু মেয়েদেরই নামের পদবী পরিবর্তন হয়? সেই প্রশ্নের কিনারা করতে চান টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার। অন্য অনেকের মতো বিয়ের পর স্বামীর পদবী নিতে নারাজ তিনি।

তবে বাস্তবে নয়, এমনটা দেখা যাবে সিনেমার পর্দায়। এর নাম ‘কুলের আচার’। নতুন এই সিনেমায় যুক্ত হয়েছেন মধুমিতা। এটি পরিচালনা করছেন সুদীপ দাস। সিনেমাটিতে মধুমিতাকে প্রথমবার দেখা যাবে বিক্রব চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা-শিল্পীরা।

এই সিনেমায় মধুমিতার চরিত্রের নাম ‘মিঠি’, অন্যদিকে বিক্রম হচ্ছেন ‘প্রীতম’। মিঠির শাশুড়ির চরিত্রে বহুদিন পর বড়পর্দায় পাওয়া যাবে ইন্দ্রাণী হালদারকে। সিনেমাটির কাহিনি-চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুদীপ দাস নিজেই।

Leave a Reply

Translate »