সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮

আইকোনিক ফোকাস ডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু এবং ৪০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলে একটি বিস্ফোরক যন্ত্র বোঝাই ট্রাক দ্রুতগতিতে তল্লাশি চৌকির মধ্য দিয়ে যাচ্ছিল এবং নিরাপত্তা কর্মীদের একটি পিকআপ গাড়িকে ধাওয়া করার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে তল্লাশি চৌকিসহ আশপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বিস্ফোরণের পেছনে জড়িতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে প্রায়ই এ ধরনের বোমা হামলা চালায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

উল্লেখ্য, মধ্য সোমালিয়ার হিরান অঞ্চলে প্রায়ই সামরিক বাহিনী এবং আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়ে থাকে। সরকারের পতন ঘটিয়ে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়ছে তারা।

Leave a Reply

Translate »