সাকিব বাদে সবারই রিপ্লেসমেন্ট আছেঃ পাপন

আইকোনিক ফোকাস ডেস্কঃ সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। যেখানে মাঠের ক্রিকেটে নিষ্প্রাণ ড্র দেখেছে দুই দল। তবে মুশফিকুর রহিমের শতকের মাধ্যমে মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেটে কিছুটা প্রাণ সৃষ্টি হয়েছে। যদিও সেটি ছিল বিতর্ককে ঘিরে।

মুশফিককে অবসরের ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন, কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ হচ্ছিল। এরমধ্যে মুশফিক শতক হাঁকালে, এই ক্রিকেটারের স্ত্রীর একটি স্ট্যাটাসকে ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘মুশফিকের রিপ্লেসমেন্ট আছে তো?’

চট্টগ্রাম টেস্টে মুশফিকের শতকের পর এই ক্রিকেটারের স্ত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

এসবের উত্তরে নাজমুল হাসান বলেন, ‘আসলে এগুলো কেনো বলা হচ্ছে আমি জানি না। সেদিন দেখলাম, অনেকে শিরোনাম করেছি, আমি নাকি মুশফিককে একটা বার্তা দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি মুশফিকের নামই বলিনি। সিনিয়র খেলোয়াড়দের কথা বলেছি।

আপনারা (সাংবাদিকরা) মুশফিক সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম, সিনিয়র প্লেয়াররা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক। আমরা চাই, ওরা নেক; আমরা না। এখানে মুশফিক আসলো কোত্থেকে!’

পাপন এরপর আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত যে সকল খেলোয়াড় রয়েছে, তাদের সবার বিকল্প রয়েছে। এমনকি বিসিবি সভাপতি হওয়ার জন্য আমারও বিকল্প হিসেবে অনেক লোক আছে। শুধু সাকিবের রিপ্লেসমেন্ট নেই।

Leave a Reply

Translate »