আইকোনিক ফোকাস ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে খাদের কিনারা থেকে ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ। আফগানদের ৮৯ রানে হারিয়ে আনুষ্ঠানিকভাবে না হলেও কাগজ-কলমের হিসেবে ইতোমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নিজেদের সুপার ফোরে খেলার শঙ্কা কাটিয়ে এখন টাইগাররা আশঙ্কা জাগিয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শেষ চারে খেলায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দলের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে কে যাচ্ছে সুপার ফোরে।
পয়েন্টের মারপ্যাঁচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলের একই সঙ্গে শেষ চারে যাওয়ার কোনো উপায়ই নেই। একদলকে নিশ্চিতভাবে বাদ পড়তে হবে গ্রুপ পর্ব থেকেই। কীভাবে সেটিই বলছি।
আরো পড়ুনঃশান্তের প্রশংশায় পঞ্চমুখ দিনেশ কার্তিক
শেষ চার নিশ্চিতের মিশনটা শ্রীলঙ্কার জন্য বেশ সহজ। জয় পেলেই শেষ চারে বাংলাদেশের সঙ্গী হবে শ্রীলঙ্কা।
তবে লঙ্কানরা হারলেও পয়েন্টের মারপ্যাঁচে তাদের সামনে সম্ভাবনা থাকবে সুপার ফোরে খেলার।
বর্তমানে শ্রীলঙ্কার রান রেট ০.৯৫১ আর বাংলাদেশের রান রেট ০.৩৭৩। অপরদিকে টেবিলের তলানিতে থাকা আফগানদের -১.৭৮০।
এখন বাংলাদেশকে যদি আফগানিস্তান এশিয়া কাপ থেকে ছিটকে দিতে চায় তাহলে রান রেট ঋণাত্মক থেকে টেনে নিয়ে আসতে হবে ০.৩৭৪ এ, যা কিনা একেবারেই অসম্ভব একটি বিষয়। তাই এখন আফগানিস্তানের সামনে লক্ষ্য লঙ্কানদের ছেটে ফেলে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করা।
দাসুন শানাকাদের বড় ব্যবধানে হারাতে পারলেই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে আফগানিস্তান। আগে ব্যাটিং করে আফগানদের অবশ্যই ২৭৫ বা তার বেশি রান করতে হবে। জিততে হবে ৭০ রানের ব্যবধানে।
আর যদি পরে ব্যাটিং করে তাহলে আফগানদের ম্যাচটি বের করে আনতে হবে ৩৬ ওভারের ভেতর। তবেই তাদের পক্ষে সম্ভব হবে লঙ্কানদের ছিটকে দিয়ে সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হওয়ার।
এখন শেষ হাসিটা হাসবে কারা সেটিই দেখার বিষয়। এটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।