লতাজির সঙ্গে জমিয়ে আড্ডা আজও ভুলি নাই আঁখি

আইকোনিক ফোকাস ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

প্রয়াত লতার শোকে ভারতে পালিত হবে দুই দিনের রাষ্ট্রীয় শোক। এ সময় দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে বিশ্বের নানা প্রান্তে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তারই প্রেক্ষিতে কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে অন্যদের মতো শোকে কাতর বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ভারতীয় এই শিল্পীর সঙ্গে দেখা করার সুযোগও মিলেছিল তার।উপমহাদেশের আরেক প্রখ্যাত শিল্পী রুনা লায়লা তাকে সুযোগ করে দিয়েছিলেন। সেই দেখায় লতা মঙ্গেশকরের চ আড়াই ঘণ্টা জমিয়ে আড্ডা দিয়েছিলেন আঁখি।

এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘লতাজির সঙ্গে আমাদের দেখা হয়েছিল ২০১৭ সালে। বাবার (নায়ক আলমগীর) ‘একটি সিনেমার গল্প’ ছবির গান রেকর্ডিংয়ের জন্য ভারতে গিয়েছিলাম। রেকর্ডিংয়ের আগে সুযোগটা হয়েছিল, আর সেটা করে দিয়েছিলেন রুনা আন্টি। সেদিন ৩০ মিনিট সময় দেওয়ার কথা বলে আমাদের সঙ্গে আড়াই ঘণ্টা আড্ডা দিয়েছিলেন। সে দিনের কথা কোনোদিনই ভুলব না আমি। আমি পুরোটা সময় উনার হাত ধরে পায়ের কাছে বসেছিলাম। যদিও লতাজি বারবার আমাকে উনার পাশে সোফায় বসাতে চাইছিলেন, কিন্তু আমি সেটা করিনি। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না সেই দিনের অনুভূতি।

Leave a Reply

Translate »