রোনালদোর গোল বাতিল

আইকোনিক ফোকাস ডেস্কঃপর্তুগাল তারকা ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো শুরুতে জালে বল জড়িয়েও গোল বঞ্চিত হয়েছেন । এরপরও রোনালদোদের জয় আটকানো সম্ভব নি। ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ লিসবনের বেনফিকাতে তিন গোলের দুইটাই হয়েছে বিরতির পর। ম্যানচেস্টার সিটির তারকা অ্যাটাকিং মিডফিল্ডার বার্নার্দো সিলভার গোলে প্রথমে লিড নেয় পর্তুগাল। এরপর স্বাগতিকদের হয়ে আরও দুইবার তিনকাঠি ভেদ করেন ব্রুনো ফার্নান্দেজ। বিপরীতে একাধিক সুযোগ নষ্টের ভীড়ে একবারও জালে বল জড়াতে পারেনি বসনিয়া।

আরও পড়ুন ঃবাংলাদেশের একবিংশ শতাব্দীর বৃহত্তম জয়

প্রথম ২০ মিনিট তেমন কোন উত্তেজনা ছিলনা পর্তুগালের খেলায়। সেই সুযোগে এগিয়েই ছিল বসনিয়া। শেষ পর্যন্ত দিয়েগো কস্তার দৃঢ়তায় কোনো বিপদ হয়নি স্বাগতিকদের। ২৪ মিনিটে সতীর্থের পাওয়া বলে হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। রেফারি অফসাইডের বাঁশি বাজালে গোল বাতিল হয়।

প্রথম গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পর্তুগালকে। ফার্নান্দেজের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে নিশানা খুঁজে নেন সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবল জেতা সিলভা।

৭৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় পর্তুগাল। সতীর্থ রুবেন নাভাসের কাছ থেকে বল পেয়ে নজরকাড়া হেডে লক্ষ্যভেদ করেন ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটা করেন এই তারকা মিডফিল্ডার।

আরও পড়ুন ঃপাকা আম খাওয়ার গুনাগুণ

অবশেষ নয় পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। তিন ম্যাচের প্রতিটাতেই জয় পেয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ৭ পয়েন্ট পাওয়া স্লোভাকিয়ার অবস্থান দুই নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লুক্সেমবার্গ।

 

 

 

Leave a Reply

Translate »