মোহনগঞ্জ এক্সপ্রেসের পাঁচ বগি লাইনচ্যুত

আইকোনিক ফোকাস ডেস্কঃ গাজীপুরে দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভাওয়াল রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত সাত যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন আসছে।

Leave a Reply

Translate »