আইকোনিক ফোকাস ডেস্কঃবয়স হলে অনেকেই ভুলে যাওয়ার রোগে ভোগেন। তবে এই রোগের আভাস আগে থেকেই বুঝতে পেরে যাবেন। এর জন্য মাথায় রাখুন কিছু লক্ষণ। চোখেই ফুটে ওঠে এই উপসর্গগুলো-
দৃষ্টি বদলে যাওয়া: যাদের ভুলে যাওয়ার রোগ আছে, তাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়। সহজে দূর থেকে কিছু দেখে ঠিক চিনতে পারে না। এমনকী রং চিনতেই অসুবিধা হতে পারে।
পড়তে বা লিখতে সমস্যা: পড়তে বা লিখতে অসুবিধা হবে আপনার। চোখের দৃষ্টিশক্তি দুর্বল হলে এই সমস্যা বেড়ে যায়। ভুলে যাওয়ার রোগের আগে এই লক্ষণ দেখা দিতে পারে।
আরও পড়ুন ঃদাম্পত্য কলহে হতে পারে যেসব রোগ
দেখে মনে রাখতে না পারা: কোনোকিছু দেখে মনে রাখতে না পারা ডিমেনশিয়ার আরেক লক্ষণ। এই সমস্যায় ভিজুয়াল মেমোরি ঠিকমতো কাজ করে না। তাই ভুলে যাওয়ার রোগ দেখা যায়।
ভ্রমজনিত দৃশ্য দেখা: হঠাৎ হঠাৎ করে চোখের সামনে ভ্রমজনিত দৃশ্য দেখা এর আরেকটি উদাহরণ। একে ইংরেজিতে হ্যালুসিনেশনও বলে। এমন কিছু হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।