আইকোনিক ফোকাস ডেস্কঃ কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারত যাতায়াত ছিল খুব সহজ আর সময়ের বেপার মাত্র ।ভিসা প্রসেস করতে লাগত মাত্র ৫/৭দিন । কিন্তু বর্তমান সময়ে তা বেড়ে ৩০/৪০দিন লাগছে।আতে দীর্ঘদিন পাসপোর্ট পড়ে থাকছে ভারতীর ভিসা সেন্টারে ।তবে সেই ভোগান্তির লাগাম টানা হচ্ছে।
সম্প্রতি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানিয়েছে, পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে।
(১১ জুলাই) থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেয়া যাবে।
আরও পড়ুনঃশ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সেরা ৫ জায়গা
তবে ভিসা টোকেনে উল্লেখিত ডেলিভারীর সম্ভ্যাব্য সময়ের সাত দিন আগে আবার পাসপোর্ট আইভ্যাকে জমা দিয়ে আসতে হবে। এছাড়া ভিসা প্রসেসিং ফি জমা দেবার সময় টাইম স্লট নির্বাচন করা যাবে। নির্বাচিত টাইম স্লটে ভারতীয় ভিসা কেন্দ্রে উপস্থিত হলে কম সময়ের মধ্যে ভিসার আবেদন জমা দেয়া যাবে।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এর বিজ্ঞপ্তি: