গেইলকে পেছনে ফেলে রোহিতের বিশ্বকাপে ছক্কার রেকর্ড

আইকোনিক ফোকাস ডেস্কঃ আজ বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে শুরু করেন রোহিত। ইনিংসের পঞ্চম ওভারেরর দ্বিতীয় বলে ট্রেন্ট বোল্টকে দারুণ এক ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে যান ভারতের এই ডানহাতি ব্যাটার।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল গেইলের। আজ সেই রেকর্ডটি নিজের নামে লিখে নিলেন রোহিত শর্মা। গেইলের এই রেকর্ড ভাঙতে রোহিত খেলেছেন মাত্র ২৮ ম্যাচ। অন্যদিকে ৪৯টি হাঁকাতে গেইল খেলেছিলেন ৩৫ ম্যাচ। অর্থাৎ ৭ ম্যাচ কম খেলেই ক্যারিবিয়ান তারকাকে পেছনে ফেললেন রোহিত।

বিশ্বকাপের আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে ৪৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে (সব ফরম্যাট মিলিয়ে) সর্বোচ্চ হাঁকানোর রেকর্ডটিও গেইলের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫১ ইনিংসে সর্বোচ্চ ৫৫৩টি ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল।

চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে সেই রেকর্ডটি নিজের করে নেন রোহিত। ওই ইনিংসটি তার ক্যারিয়ারের ৪৭৩তম ইনিংস ছিল। ওই ম্যাচেই নিজের ক্যারিয়ারের ৫৫৪তম ছক্কাটি হাঁকিয়েছিলেন ভারতীয় এই ডানহাতি ওপেনার।

Leave a Reply

Translate »