বার্বিকে বাঁচানো গেল নাঃ বিদ্যা সিনহা মিম

আইকোনিক ফোকাস ডেস্কঃ বার্বিকে বাঁচানো গেল না। পরপর দুজন চিকিৎসক অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। গতকাল সোমবার সকালে মারা গেছে বার্বি, বিদ্যা সিনহা মিমের পোষা বিড়ালছানা।

 

চার মাসের বিড়ালটির মৃত্যুতে ভেঙে পড়েছেন মিম। তিনি বলেন, ‘বিড়ালটি আমার সন্তানের মতো ছিল। ওর মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছে। সেটা অনেকটা প্রিয়জনের মৃত্যুর মতোই। বার্বি সারা দিন কাঁদিয়েছে আমাকে। এখনো ওর কথা মনে পড়লেই কান্না আসছে।

 

বার্বিকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে মিম বলেন, ‘সকাল থেকে শুরু করে ঘুমানোর আগপর্যন্ত আমার সঙ্গে থাকত বার্বি। আমি যখন বই বা চিত্রনাট্য পড়তাম, সে এসে পাতার ওপর বসে পড়ত। পাতা ওল্টালে ওল্টানো পাতার ওপর এসে আবার বসত। তার এসব আচরণে কখনোই এতটুকুও বিরক্ত লাগত না আমার। বরং ভীষণ মজা লাগত, আনন্দ পেতাম।

 

মিম জানান, তিনি বাসায় না থাকলে বিড়ালটি বেশির ভাগ সময় তাঁর খাটের নিচে থাকত। শুক্রবার শুটিংয়ের জন্য বাইরে ছিলেন। খাওয়ানোর জন্য সহকারী খাটের নিচ থেকে বিড়ালটিকে টেনে বের করতে গিয়েই অঘটনটি ঘটে। তিনি বলেন, ‘আমি বাসায় ছিলাম না। আমার ধারণা, খাটের নিচ থেকে বের করার সময় জোরে টান লেগেছে। ওর বয়স কম। এ কারণে হয়তো আঘাতটা নিতে পারেনি।

Leave a Reply

Translate »