বাপ্পি লাহিড়ির গলাভর্তি গয়না পড়ার আসল রহস্য

আইকোনিক ফোকাস ডেস্কঃ কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা’র সংগীত জগতে রাজত্ব করছেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি। আজও তার গানের জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই।

১৯৭২ সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় বাপ্পি লাহিড়ির। ঠিক তার পরের বছরই বলিউডে ডেবিউ করেন তিনি। তবে বাপ্পির গান নজরে আসে তাহির হুসেন পরিচালিত জ’খমি ছবিতে। বাকিটা ইতিহাস। ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, ডান্স ডান্সসহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

বাপ্পি লাহিড়ির প্রথম ভালোবাসা গান হলেও তার অন্যতম প্রে’ম সোনার গয়না। গয়নার প্রতি তার ভালোবাসা নজরকাড়া। তার জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রে’মীর কাছে ঈর্ষণীয়। তবে কেন এতো গয়না পরতে ভালোবাসেন তিনি।

একটি সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন গয়নার প্রতি তার ভালোবাসার কারণ। এ কাজে হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রা’ণিত বলে জানান বাপ্পি।তিনি বলেন, ‘এলভিস প্রেসলি সোনার চে্ইন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সে সময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব।

এরপর যখন আমি সফল হই। সোনা কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি। তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।

Leave a Reply

Translate »