বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না? শ্রোতাকে ‘ছাগল-বলদ’ বলে কুৎসিত আক্রমণ নচিকেতার

আইকোনিক ফোকাস ডেস্কঃ দু্ই বাংলায় সমান জনপ্রিয় জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী। শুধু গান দিয়ে নয়, অনেক সত্য কথা বলেও তিনি বরাবরই আলোচিত। সম্প্রতি আবারও খবরের শিরোনাম হলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়েপড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই মূলত নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন।

সেই ভিডিওতে নচিকেতাকে বলেন, “বাংলা গানে কী অসুবিধা তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, বাংলা শুনব? হাড় ভেঙে দেবে। এই হলো বাঙালি, বুদ্ধি নেই রে, বলদ! তবে বিতর্ক উঠেছে তার কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে এমন আচরণ নিয়ে। কেন করলেন বরেণ্য এই শিল্পী এমন আচরণ?

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, একটি কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন নচিকেতা। সেখানে এক শ্রোতা হিন্দি গানের অনুরোধ করেন। আর তাতেই চটে যান এই গায়ক। রেগে গিয়ে প্রশ্ন কর্তাকে পাল্টা আক্রমণ করেন নচিকেতা চক্রবর্তী। এমনকী অনুরোধকারীকে গালি দিতেও ছাড়েন না তিনি।

Leave a Reply

Translate »