বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো : অর্থমন্ত্রী

আইকোনিক ফোকাস ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো আছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ইউক্রেনে যুদ্ধ চলমাল থাকায় দেশে জিনিসপত্রের দাম বাড়ছে৷ যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। অনিশ্চয়তার ভেতরে কোনো দেশের অর্থনীতি বেশিদিন ভালো চালানো যায় না। তবুও সবাই বলছে, বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো অবস্থায় আছে।

আরো পড়ুনঃআইসিসির বিশেষ তালিকায় স্থান পেলো তাসকিন

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। তারা আমাদের সয়াবিনের উৎপাদন ও রপ্তানিতে আগ্রহ জানিয়েছে। ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে৷ এখানেও যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি ভালো জায়গা। তারা মেট লাইফসহ বিভিন্ন ইনস্যুরেন্সে বিনিয়োগ করতে আগ্রহী৷ ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

Leave a Reply

Translate »