ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হতে পারে যে অ্যাপ ব্যবহারে !

আইকোনিক ফোকাস ডেস্কঃ ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হওয়া প্রতিরোধের জন্য অনেকেই এর পাসওয়ার্ড সেভ করে রাখেন না।কিন্তু এর মাধ্যমে গোপনীয়তা বজায় রাখতে পারলেও কিছু অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার সব গোপন তথ্য নেটদুনিয়ায় ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।নিজের ফেসবুক আইডি  পাসওয়ার্ড হ্যাক হওয়ার থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই পাসওয়ার্ড আপনি যতই সুরক্ষিত রাখুন না কেন, তা ফাঁস হয়ে যেতে পারে বলে মনে করছে ট্রেন্ড মাইক্রো নামে একটি সফটওয়্যার কোম্পানি।

 

আরও পড়ুন ঃবাংলাদেশ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে যেমন হতে পারে

 

এসব অ্যাপের মধ্যে ৭টি অ্যাপ রয়েছে, যেগুলো বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।অথচ এই অ্যাপগুলো ফেসস্টেলার নামে স্পাইওয়্যার ব্যবহার করছে, যার মাধ্যমে এই অ্যাপ ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের সব ব্যক্তিগত তথ্য তারা হ্যাক করে নিচ্ছে।

 

বিপজ্জনক ৭টি অ্যাপ হলো শরীরচর্চা সংক্রান্ত অ্যাপ ডেলি ফিটনেস ওএল, ছবি তুলে এডিট করার জন্য এনজয় ফোটো এডিটর, প্যানোরমা ক্যামেরা, সোয়ার্ম ফটো, অনলাইন গেম অ্যাপ ফটো গেমিং পাজল, ফেসবুকের বিজনেস প্রোফাইল ম্যানেজ করতে বিজনেস মেটা ম্যানেজার ও ক্রিপটোমাইনার।

Leave a Reply

Translate »