আইকোনিক ফোকাস ডেস্কঃ মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছেন। শিক্ষায় যত উন্নয়ন তা শেখ হাসিনার হাত ধরে হয়েছে। তার হাত ধরেই আমাদের অনেক দূর যেতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক চাওয়াগুলো নিশ্চয়ই পূরণ করা হবে। কিন্তু সেজন্য এ মুহূর্তে আন্দোলন করা সঠিক সময় নয়। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। তারপর চাওয়াগুলো পূরণ হবে।
দীপু মনি বলেন, শিক্ষর্থীদের জিম্মি করে তারা দাবি আদায়ের মৌসুম মনে করে। বিরোধীদলের তথাকথিত আন্দোলনের পালে হাওয়া লাগাবার জন্য তারা রাস্তায় বসবে, সেটাকে প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃএশিয়া কাপের ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে
আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের সব দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছেন। শিক্ষায় যত উন্নয়ন তা শেখ হাসিনার হাত ধরে হয়েছে। তার হাত ধরেই আমাদের অনেক দূর যেতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক চাওয়াগুলো নিশ্চয়ই পূরণ করা হবে। কিন্তু সেজন্য এ মুহূর্তে আন্দোলন করা সঠিক সময় নয়। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। তারপর চাওয়াগুলো পূরণ হবে।
দীপু মনি বলেন, শিক্ষর্থীদের জিম্মি করে তারা দাবি আদায়ের মৌসুম মনে করে। বিরোধীদলের তথাকথিত আন্দোলনের পালে হাওয়া লাগাবার জন্য তারা রাস্তায় বসবে, সেটাকে প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।