বাড়িতে মানিপ্ল্যান্ট কোন দিকে রাখবেন? কীভাবে যত্ন নেবেন?

আইকোনিক ফোকাস ডেস্কঃমানিপ্ল্যান্ট লাগানোর কথা যদি ভেবে থাকেন তাহলে মনে রাখবেন  , মাটিতে money plant লাগালে তা পানির চেয়ে বেশি বাড়বে। এমন পরিস্থিতিতে মাটি যুক্ত টবে বা পাত্রে গাছ লাগানোর চেষ্টা করুন। এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। তবে অনেক সময় এর বৃদ্ধি কমে যেতে পারে। তখন এতে অল্প ইপসম সল্ট দিলে বৃদ্ধি ভালো হবে।

অনেক সময় মানিপ্ল্যান্টের কিছু পাতা হলুদ হয়ে যায়, এই সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পানি বা অতিরিক্ত সার দেওয়ার কারণে হতে পারে। এমন অবস্থায় যে পাতাগুলো পুরোপুরি হলুদ হয়ে গেছে সেগুলো কেটে ফেলুন। এর ফলে শুধু নতুন ও সুস্থ পাতাই মাটি থেকে পুষ্টি পাবে।

আরও পড়ুন ঃশরীর সুস্থ রাখতে প্রতিদিন আমড়া খান

যদি চান মানিপ্ল্যান্টের বৃদ্ধি দ্রুত হোক তবে ৪ মাসে একবার মাটি কুড়ান এবং সার মিশিয়ে নিন। সেজন্য ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবেন। গ্রীষ্মের সময়টাতে সরাসরি রোদে money plant রাখবেন না। কারণ এভাবে রাখলে এর পাতা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

Money plant জন্য প্রয়োজন আর্দ্র মাটি। তবে প্রতিদিন পানি না দিলেও এই গাছ বেঁচে থাকে। তাই মৌসুম বুঝে মানিপ্লান্টে পানি দিতে হবে। এতে গাছ ভালো থাকবে। সেইসঙ্গে সুন্দর থাকবে আপনার বাড়িঘরও।

Leave a Reply

Translate »