প্লাস্টিক সার্জারি ছাড়াই ভালো আছি

আইকোনিক ফোকাস ডেস্কঃ  বর্তমানে বিশ্বজুড়ে প্লাস্টিক সার্জারিতে ব্যাপক আকৃষ্ট হয়ে পড়েছে নতুন প্রজন্ম। কৃত্রিম উপায়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে যেন প্রতিযোগিতায় নেমেছেন অনেকেই। বলা চলে, এখন ফ্যাশনেও পরিণত হয়েছে এটি।

 

তবে অনেক সময় এসব প্লাস্টিক সার্জারি করতে গিয়ে হিতে বিপরীতও ঘটেছে। রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক মানুষকে। এরপরেও নতুন প্রজন্মের অভিনেত্রীদের বেশিরভাগই ঝুঁকেছেন এই দিকে। আবার সার্জারি করার পর নিন্দার মুখেও পড়ছেন তারা।

 

এ দিকে বিতর্কিত প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। যিনি নব্বই দশক থেকে এখন পর্যন্ত নিজের সৌন্দর্য আর অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। অভিনেত্রী জানান, প্লাস্টিক সার্জারি ছাড়াই ভালো আছেন তিনি।

 

কাজল বলেন, মেকআপ দিয়েই সৌন্দর্য বাড়ানো যায়, এর জন্য সার্জারির প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা আপনাকে একটা নির্দিষ্ট রূপে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আপনার চাওয়া মাফিক যেটুকু ভালো হয়নি, সেটার জন্য তো মেকআপ আছে! সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি একটা বিকল্প হতে পারে। তবে লোকে বললেই সেটা করে ফেলা উচিৎ নয়।

Leave a Reply

Translate »