প্রত্যেকটি কাজেই খুব কষ্টকর ছিলোঃ মুশফিক আর ফারহান

আইকোনিক ফোকাস ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। বছরজুড়েই গল্প নির্ভর নাটকে দেখা মেলে তার। গেল ঈদেও তার অভিনীত সাতটি নাটক প্রচার হয়েছে, যেগুলো অন্তর্জালে বেশ প্রশংসিত হয়েছে।

ফারহানের ভাষ্য, ‘এবারের নাটকগুলোর গল্প ও চরিত্র ভিন্নধর্মী ছিল। প্রতিটি কাজ সময় নিয়ে খুব যত্নসহকারে করার চেষ্টা করেছি। কোনোটাই আরামদায়ক কাজ ছিল না। প্রত্যেকটি কাজেই খুব কষ্ট হয়েছে। বিহাইন দ্য স্টোরি ছিল খুবই প্যাথেটিক।’

‘হাঙর’ নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গরমের দিনে শুটকিপল্লিতে শুটিং করাটা খুবই টাফ ছিল। একটা দৃশ্য আমার জন্য খুবই চ্যালেন্জিং ছিল। সেই দৃশ্যে সমুদ্রের মধ্যে একটা জায়গায় গিয়ে লাফ দিতে হয়। সমুদ্রের ভেতর একা লাফ দেওয়া তো ভয়ংকর বিষয়।’

ফারহান যোগ করেন, ‘ভুলনা আমায়’ নাটকটির শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে ধান খেতের ভেতর একটা শট ছিল। মারা যাওয়ার পর যেখানে আমাকে রেখে যায়। ধান খেতের পাশে কাদাতে শুয়ে থাকতে হয়েছে। এ ছাড়াও ‘নসিব’-এ পুতুলের ড্রেস পরে ড্যান্স করতে হয়। ওই সময় প্রচুর রোদ ছিল। প্রচুর গরমের মধ্যে ওই ড্রেস পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা শট দিয়েছি।

তবে এসব কষ্ট সার্থক হয়েছে ফারহানের। তিনি বলেন, ‘অনেক কষ্ট হয়েছে। হার্ডওয়ার্ক করতে হয়েছে। কষ্টটাকে কষ্ট মনে হয়নি যখন দর্শক কাজগুলোকে ভালোবেসেছে। এটাই বড় পাওয়া।

Leave a Reply

Translate »