আইকোনিক ফোকাস ডেস্কঃ মঙ্গলবার রাতে পাবনার ফরিদপুরে সমাহিত করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজকে । রাত আটটার দিকে পাবনার ফরিদপুর কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষ করে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার শহীদ মিনারে মাসুম আজিজকে শ্রদ্ধা জানানো হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মাসুম আজিজের মরদেহ পাবনার ফরিদপুরে নেওয়া হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানাতে দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। তাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে অভিনশিল্পী, নাট্যকার মামুনুর রশীদ বলেন, “মাসুমের চলে যাওয়া বেদনার, ভীষণ কষ্টের। মাসুম বৈষয়িকভাবে সফল হতে পারেনি। দারিদ্রের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু ওর সাফল্য এসেছে শিল্পচর্চায়।“