নেদারল্যান্ডসকে হারাল ইতালি

আইকোনিক ফোকাস ডেস্কঃস্পেনের বিপক্ষে দারুণ খেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইতালি। রোববার ইতালির বিপক্ষে অসাধারণ খেলেও জয় পায়নি নেদারল্যান্ডস। ভিএআরে গোল বাতিল না হলে ম্যাচের ফলাফল অবশ্য অন্যরকম হতে পারত। ঘরের মাঠে ইতালির বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস।

 

২০২৪ ইউরো বাছাইপর্বে ডি গ্রলস ভেসতে স্টেডিয়ামে মাঠে নামে নেদারল্যান্ডস-ইতালি। ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল হজম করে নেদারল্যান্ডস। গোলটি করেন ইন্টার মিলান লেফটব্যাক ফেদেরিকো ডিমারকো। গোল শোধে মরিয়া হয়ে ওঠে ডাচরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ২০ মিনিটের মাথায় আরও এক গোলের দেখা পায় ইতালি। লিড দ্বিগুণ করেন সাসুল্লোর সেন্টার মিডফিল্ডার ডেভিড ফ্রাত্তেসি। প্রথমার্ধে এরপরও আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।

আরও পড়ুন ঃসৌদিতে দেখা গেল চাঁদ, ২৮ জুন পালিত হবে ঈদ-উল-আযহা, বাংলাদেশে কবে উদযাপন?

২-০ গোলে পিছিয়ে পড়া নেদারল্যান্ডস ম্যাচে ফেরে ৬৮ মিনিটের মাথায় স্টিফেন বার্গউইনের গোলে। ২-১-এ থেকে ম্যাচ বাঁচানোর জন্য তখনও সময় ছিল ২২ মিনিটের মতো। এ সময় অসাধারণ ফুটবলের প্রদর্শনী দেখায় কমলা জার্সিধারীরা। ৮৬ মিনিটের মাথায় আরেকটি গোলের দেখা পায় রোন্যাল্ড কোম্যানের দল। কিন্তু দুর্ভাগ্য তাদের, ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়। এর আগে ৭২ মিনিটের মাথায় অবশ্য গোলের ব্যবধান বাড়িয়ে নেন ইতালির জুভেন্টাস ফরওয়ার্ড ফেদেরিকো চিসা।

 

৩-১-এ পিছিয়ে পড়েও হাল ছাড়েনি নেদারল্যান্ডস। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে দলটি। ৮৯ মিনিটের মাথায় ডাচ ফরওয়ার্ড জর্জিনিও উইজনালডামের গোলে ব্যবধান নেমে আসে ৩-২-এ। এ সময় দারুণ কিছু আক্রমণে ইতালির রক্ষণভাগ কাঁপিয়ে দেয় দলটি। ম্যাচে যোগ করা সময়ে কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন ডাচ ফুটবলাররা। নির্ধারিত সময়ের পরও ১০ মিনিট খেলা হয়। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নেদারল্যান্ডস।

 

Leave a Reply

Translate »