নাসিরুদ্দিন শাহ ছাড়া পেতে পারেন কাল

আইকোনিক ফোকাস ডেস্কঃ এখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন নাসিরুদ্দিন শাহ। কাল শুক্রবার বলিউডের এই প্রবীণ অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। গত ২৯ জুন মুম্বাইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়।

 

তাঁকে শুভেচ্ছা জানিয়ে আরেক বলিউড অভিনেতা অনুপম খের টুইটে লিখেছেন, ‘নাসিরুদ্দিন সাহেব, মনে হচ্ছে নিউমোনিয়ারও একটু জনপ্রিয়তা দরকার। তাই আপনার সঙ্গে সেঁটে রয়েছে।

 

একটা মোক্ষম ঝাঁকুনি দিয়ে দ্রুত সেটাকে ঝেড়ে ফেলে সুস্থ হয়ে উঠুন। বহুদিন ধরেই আপনার সঙ্গে কাজ করা হচ্ছে না। এবার করতে হবে তো! নিজের একটু যত্ন নিন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।

বুধবার দুপুরে নাসিরুদ্দিন শাহর স্ত্রী রত্না পাঠক শাহ পিটিআইকে জানিয়েছেন, ‘নিউমোনিয়ার কারণে তাঁর ফুসফুসে একটা হালকা দাগ পড়েছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

৪৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। তাঁর ঝুলিতে আছে ‘ইজাজত’, ‘মাসুম’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘মির্চ মসালা’, ‘সরফোরস’, ‘ইশকিয়া’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘দ্য ওয়েনসডে’, ‘মোহরা’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো ব্যবসাসফল ছবি।

 

ওয়েব সিরিজ ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ দেখা গেছে নাসিরুদ্দিন শাহকে। ১৯৮৭ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০০৩ সালে নাসিরুদ্দিন শাহ ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পেয়েছিলেন। তিনবার তিনি জাতীয় পুরস্কার জয় করেছেন। সব জায়গাতেই তার নাম ডাক রয়েছে।এবং তার রয়েছে হাজার হাজার ভক্ত।

Leave a Reply

Translate »