নারীদের নিয়ে যে মন্তব্য সমর্থন করেন না বাদশা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। তার বেশ কয়েকটি গানে নারীদের নিয়ে অবমাননামূলক মন্তব্য করা হয়েছে। এবার সেই বাদশাই জানালেন, নারীদের নিয়ে কোনো ধরনের অবমাননামূলক মন্তব্য সমর্থন করেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। এ দিকে ভারতীয় এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বাদশা জানান, নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সমর্থন করেন না তিনি।

বাদশাহ বলেন, আমি এমন গানকে সমর্থন করি না যেখানে নারীদের ভোগ্যপণ্যের মতো ব্যবহার করা হয়। আমার পরিবারে মহিলা সদস্যরা আছেন। আমার গান নিয়ে আমি যথেষ্ট সচেতন। একটা দায়বদ্ধতা ও শ্রদ্ধার জায়গা থেকে আমি গান লিখি।

আরও পড়ুনঃ চঞ্চলের বিপরীতে স্বস্তিকা

বাদশার এমন মন্তব্যেই রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, বাদশার গানের লিরিক্স আর ভিডিওতে নারীদের হেয় করা হয়।

র‌্যাপ গানের মধ্যে একটু উল্টা পাল্টা কথা থাকে, এটা সবারই জানা। বলিউডের জনপ্রিয় র‌্যাপারদের মধ্যে অন্যতম বাদশা। তার বেশ কিছু গান বিটাউনে ব্যাপক জনপ্রিয়।

Leave a Reply

Translate »