নতুন গেইল

আইকোনিক ফোকাস ডেস্কঃ তাঁকে অনেকেই ‘নতুন গেইল’ বলতে পছন্দ করেন। সেটি তাঁর ব্যাটিংয়ের কারণেই। ক্রিস গেইলের মতোই একটা মার-কাটারি ব্যাপার আছে তাঁর ব্যাটিংয়ে। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান তারকা এভিন লুইস কাল প্রমাণ করলেন তাঁকে গেইলের সঙ্গে কেন তুলনা করা হয়। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ৫২ বলে সেঞ্চুরি করেছেন লুইস, যাতে ছিল ১১টি ছক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লুইস যেন সকলকে একটা কড়া বার্তাই দিয়ে রাখলেন।

 

 

তাঁর ঝোড়ো সেঞ্চুরির ওপর ভর করেই ক্যারিবীয় প্রিমিয়ার লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তাঁরা ৮ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাউডার্সকে। লুইসের সেঞ্চুরির এমনই প্রভাব ছিল যে ত্রিনবাগোর ৭ উইকেটে গড়া ১৫৯ রানের সংগ্রহকে ৩২ বল হাতে রেখেই পেরিয়ে গেছে প্যাট্রিয়টস।

 

 

৫২ বলে ১০২ রান করেছেন তিনি। এর মধ্যে সেঞ্চুরিটা এসেছে ৫১ বল খেলে। ১১টি ছক্কার সঙ্গে মেরেছেন ৫টি বাউন্ডারিও। অবিশ্বাস্য স্ট্রাইকরেট-১৯৬.১৫। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে কলিন মুনরোর ৪৭ আর শেষ দিকে সুনীল নারাইনের মারমুখী ব্যাটিংয়ে ১৫৯ রান করে ত্রিনবাগো। লুইসের ব্যাটিং–ঝড়ে মোটামুটি চ্যালেঞ্জিং সে সংগ্রহ খুব বড় মনে হয়নি প্যাট্রিয়টসের। বিশ্বকাপে এমন একটা ঝড় এভিন লুইসের কাছে তো চাইতেই পারে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Translate »