আইকোনিক ফোকাস ডেস্কঃ দুই শ কোটি রুপির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে আট ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তদন্ত সংস্থার মন্দির মার্গ কার্যালয়ে আসেন জ্যাকুলিন। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। এ মামলায় প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধেও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পুলিশের বিশেষ কমিশনার (অপরাধ) রবীন্দ্র যাদব বলেন, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অভিনেত্রীর ভূমিকা এবং সুকেশের কাছ থেকে যে উপহারগুলো নিয়েছেন, সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে, জ্যাকুলিন ফার্নান্দেজকে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি ও পিঙ্কি ইরানি। তাদেরকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ২০০ কোটি রুপি আত্মসাৎ ও পাচারের মামলার তদন্ত করছে ইডি। গত মাসে এর চার্জশিটে জ্যাকুলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করা হয়েছে।