আইকোনিক ফোকাস ডেস্কঃ মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহাকাল বা সময়ের শপথ করে তার সফল বান্দাদের পরিচয় করিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন-
وَ الۡعَصۡرِ
اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوۡا بِالۡحَقِّۙ وَ تَوَاصَوۡا بِالصَّبۡرِ
উচ্চারণ: (১) ওয়াল ‘আসর। (২) ইন্নাল ইনছা-না লাফী খুসর। (৩) ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
অর্থ: ‘মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়’। (সূরা: আসর, আয়াত: ১-৩)