জীবনের সাথে লড়াই করে আজ চিত্রনায়ক নাঈম আইসিইউ থেকে কেবিনে ফিরলেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা। গত ৬ নভেম্বর রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। আগের চেয়ে খানিকটা সুস্থ হওয়ায় আজ শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় নাঈমকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। নায়কের স্ত্রী অভিনেত্রী শাবনাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে নাঈম ভালো আছেন। সবার কাছে দোয়া চাই তিনি যেন সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরেন।

আগে থেকেই নাঈমের হার্টে সমস্যা ছিল। বেশ কদিন ধরেই তার বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল। তিনি ভেবেছিলেন, ব্যাকপেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে যান। শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত টানা অপারেশন চলে এই অভিনেতার। প্রায় পাঁচ ঘন্টা পর তার জ্ঞান ফিরে।

ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল। তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।

Leave a Reply

Translate »