গান করলে ভালো গান করবঃ হিরো আলম

আইকোনিক ফোকাস ডেস্কঃ বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েন হিরো আলম। এবার তার ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে।

বুধবার (২৭ জুলাই) সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকৃত সুরে গান না গাওয়া, অভিনয়ে পুলিশের ড্রেস ব্যবহারে সতর্কতা অবলম্বন করবেন বলে মুচলেকা দিয়েছেন তিনি।

হিরো আলম গণমাধ্যমকে জানান, ‘‘আমাকে কয়েকটা অভিযোগে ডাকা হয়েছিল। আমি ‘রাতের রানি’ নামের একটা গান করেছিলাম। সে গান নিয়ে দুইজন মডেলের আপত্তি ছিলো। এরপর রবীন্দ্রসংগীত নিয়ে অভিযোগ ছিল। আমাকে হারুন স্যার বলেছেন, সুর ছাড়া রবীন্দ্রসংগীত গাওয়া যাবে না। তার মানে আমি রবীন্দ্রসংগীত গাইব না, এমনটা তো না। আমাকে ভালো কনটেন্ট বানাতে বলেছেন।’’ তিনি আরও বলেন, ‘ভালো ভালো কনটেন্ট বানাতে চেষ্টা করবো। গান করলে ভালো গান করব।

Leave a Reply

Translate »