কে জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের বাদ পড়ায় এদেশের ক্রিকেট ভক্তরা হয়ে গেছেন বিভক্ত। বিশেষ করে সেমিফাইনালের চার দলকে নিয়ে হয়েছে বেশ মাতামাতি।

পুরো টুর্ণামেন্ট যেভাবে খেলেছে তাতে ইংল্যান্ড এবং পাকিস্তানের সমর্থকরা বেশ কনফিডেন্স ছিলো। ধরা হচ্ছিলো, ফাইনালে এই দুই দলেরই দেখা হবে। দুই সেমিফাইনালের খেলা দেখলেও অবাক হতে হয়। স্রেফ শেষ মুহূর্তে এসে হেরেছে পাকিস্তান এবং ইংল্যান্ড।

কে জিতবে বিশ্বকাপ? কার হাতে উঠবে শিরোপা? সমীকরণ এবং রের্কডের দিকে তাকালে অস্ট্রেলিয়ার সম্ভাবনাই বেশি। তবে ফাইনালে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার যুদ্ধে নামবে নিউজিল্যন্ডের ক্রিকেটাররা। তাই বলা যায় ক্রিকেট বিশ্ব আরও একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাবে।

আমি মনে করে আবেগ দিয়ে ক্রিকেট হয় না। তাই শক্তিমত্তার বিচারে অস্ট্রেলিয়া ফেবারিট দল। কিন্তু নিউজিল্যান্ডের জয় হবে সবচে বেশি আনন্দের। যে জয় ক্রিকেটের জয়। তাহলে, এবার কী ইতিহাস গড়তে চলেছেন অস্ট্রেলিয়া! নাকি ২০১০ সালের পুনরাবৃত্তি করবে তারা? অন্যদিকে পরিসংখ্যান, রের্কড, অভিজ্ঞতার ঝুলিকে বুড়ো আঙুল দেখিয়ে কিউইরা নিয়ে নেবেন তাদের ওয়ানডে বিশ্বকাপ খোয়ানোর মধুর প্রতিশোধ? এসব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতের ফাইনাল শেষ হওয়ার পর। তবে যে দলই জিতুক, ক্রিকেট বিশ্ব পাবে টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ।

Leave a Reply

Translate »