আইকোনিক ফকাস ডেস্কঃ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ দিয়ে নাতি হিসেবে দেশবাসীর কাছে পরিচিত শওকত আলী তালুকদার। তুমুল জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুর খবরের পোস্টে ভরে গেছে। কিন্তু এই সব কথা সত্য না।
এক ভিডিওবার্তায় শওকত আলী তালুকদার নিপু বলেন, ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো মরি নাই। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।
দুঃখ প্রকাশ করে নিপু আরও বলেন, একদল লোক আছে যারা ফেসবুকে আমার নামে এমন মিথ্যা কথা প্রচার করে লাইক বাড়িয়ে নেয়। ইউটিউবে ভিউ বাড়িয়ে নেয়। তাদের বিরুদ্ধে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন অনেকেই । কিন্তু আমি তো হতবাক নিজের মৃত্যুর খবরে মৃত ব্যক্তিকেই থানায় জিডি করতে হবে! কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা। দুইদিন ধরে মানসিকভাবে ভালো নেই আমি। গ্রামের বাড়িতেও মৃত্যুর খবর চলে গেছে। সেখানে এলাকাবাসীরা আমার মৃত্যুর খোঁজ নিতে আসছে। অতচ আমি ঢাকাতে দিব্যি কাজ করে চলেছি।শেষে আবার ও সবার কাছ থেকে দোয়া চেয়ে নিলেন ইত্যাদির নাতি নিপু।