আইকোনিক ফোকাস ডেস্কঃ আফ্রিকার দেশ কঙ্গোয় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে রোববার দেশটির মংগালা প্রদেশের লিসাল শহরের কঙ্গো নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসে বেশ কিছু বাড়িঘর ধসে গেছে। জীবিতদের বাঁচাতে অভিযান চলছে।
আরো পড়ুনঃশাহরুখকে দীপিকার চুমু
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রদেশের গভর্নর সিজার লিম্বায়া এমবাঙ্গিসা।
উল্লেখ্য, গত এপ্রিলে দেশটির কিভু প্রদেশের লুবেরো অঞ্চলে একাধিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছিল।