ঐশ্বরিয়া রায়ের চুক্তি থেকে সরে আসা কিছু সুপারহিট সিনেমা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। তার রূপ এবং গুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিশ্বসুন্দরীর খেতাব জিতে বলিউডে নাম লেখান৷ জয় করে নেন কোটি দর্শকের মন।

হিন্দি সিনেমার পাশাপাশি ঐশ্বরিয়া আলো ছড়িয়েছেন বাংলা, তামিল ও ইংরেজি সিনেমাতেও। ক্যারিয়ারে ‘তাল’, ‘মুহব্বাতিন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’সহ বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি৷

তবে শুরু থেকেই বাছ-বিচার করে কাজ করার একটি প্রবণতা ছিল এই বিশ্বসুন্দরীর৷ যার কারণে অনেক সুপারহিট সিনেমা তিনি ছেড়ে দিয়েছেন৷

কিন্তু এসব সিনেমা ছেড়ে দেয়ার পেছনে ছিল বেশ কিছু শক্ত কারণ। ঐশ্বরিয়া রাইয়ের ফিরিয়ে দেওয়া কিছু সিনেমার গল্প যা ছিল অপ্রকাশিত।

কুচ কুচ হোতা হ্যায়,
বলিউডের ইতিহাসে মাইলফলক হয়ে আছে কুচ কুচ হোতা হ্যায় সিনেমা৷ এটি নির্মাণের সময় করণ জোহরকে বেশ বেগ পেতে হয়েছিল। অনেক নায়িকাই পরিচালককে সেসময় ফিরিয়ে দিয়েছিলেন। সেই তালিকায় ছিল মিসেস বচ্চনের নামও। ১৯৯৯ সালের এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, সে সময় সিনেমাতে নতুন আসলেও প্রায়ই অনেক সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে তুলনা করা হতো এ বিশ্বসুন্দরীকে। আর তাই শাহরুখের বিপরীতে সে সময়ে অভিনয় করার সুযোগ থাকলেও কিছুটা সমালোচনা এড়িয়ে যাওয়ার জন্য রাজি হননি তিনি৷ পরে সেই চরিত্রে রানী মুখার্জিকে নেয়া হয়৷

বলার অপেক্ষা রাখে না, কুচ কুচ হোতা হ্যায় ছবির সাফল্য বা রানী অভিনীত চরিত্রের জনপ্রিয়তা দুইই যে কোনো নায়িকার জন্য আফসোস ও ঈর্ষার কারণ আজও।

রাজা হিন্দুস্তানি এবং দিল তো পাগল হ্যায়,
এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, আমির খানের বিপরীতে ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় ডাক পান তিনি৷ এই সিনেমায় পরিচালকের পছন্দের তালিকায় প্রথমে ছিল ঐশ্বরিয়ার নাম। যখন সিনেমাটি নিয়ে আলাপ চলছে সেসময় ডাক আসে বলিউডের সবচেয়ে হিট পরিচালক যশ চোপড়ার কাছ থেকে৷ তিনি ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় ঐশ্বরিয়াকে চেয়েছিলেন৷ দোটানায় পড়ে যান নায়িকা৷ শাহরুখ না আমির খান, যশ না ধর্মেশ এই ভাবনা ভাবতে ভাবতে এক পর্যায়ে দুটি সিনেমা থেকেই সরে যান ঐশ্বরিয়া।

দোস্তানা
বলিউডের ব্যবসা সফল এই সিনেমাতেও শুরুতে নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঐশ্বরিয়া৷ পরে তিনি সরে যান। এ ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে এক সাক্ষাৎকারে বচ্চন বাড়ির বউ বলেন, ‘সিনেমাটিতে সুযোগ পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছিলাম কারণ আমি দর্শককে হতাশ করতে চাইনি। আমার মনে হয় আমি যদি সিনেমাটিতে অভিষেকের সাথে প্রেম করে সিনেমার শেষ ভাগে জন আব্রাহামের সঙ্গে পালিয়ে যেতাম তাহলে এটা দর্শকের জন্য মন ভাঙ্গনের কারণ হতো। আর আমি মনে করি এই চার্মিং ক্যারেক্টারে প্রিয়াঙ্কা ছিল সবথেকে উপযোগী। এসব ভেবে সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

চালতে চালতে
এই সিনেমাতে ঐশ্বরিয়া রাইকেই বাছাই করেছিলেন শাহরুখ খান। মূলত ভক্তদের চাহিদার জন্যই ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন বলিউড বাদশাহ৷ ঐশ্বরিয়াও বেশ আনন্দিত ছিলেন সিনেমাটি নিয়ে৷ শুরু হয়েছিলো শুটিং। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েছিলেন শাহরুখই৷ গুঞ্জন রয়েছে, সে সময় সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঐশ্বরিয়া রাইয়ের। সম্পর্কে তখন টানাপোড়েন চলছে৷ প্রায়ই শুটিং সেটে হানা দিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঝগড়া করে সময় ও কাজের পরিবেশ নষ্ট করতেন সালমান। এ ঝামেলা এড়াতে পরিচালক আজিজ মির্জাকে ঐশ্বরিয়াকে বাদ দেয়ার পরামর্শ দেন শাহরুখ৷ আবারও ঐশ্বরিয়ার বদলে শাহরুখের নায়িকা হলেন রানী মুখার্জি। প্রেম ও দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাটিও গল্প, সংলাপ, চমৎকার অভিনয় ও গানের গুণে সুপারহিট হয়।

Leave a Reply

Translate »