আইকোনিক ফোকাস ডেস্কঃ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শতক হাঁকিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মুলতানে অধিনায়কের ব্যাটে চড়েই বড় সংগ্রহের দিকে যাচ্ছে পাকিস্তান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক। সবচেয়ে কম ইনিংসে ১৯টি ওয়ানডে শতক হাঁকানোর রেকর্ডটি এখন এই ব্যাটারের দখলে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায়নি পাকিস্তান। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার – ফখর জামান ও ইমাম উল হক। দলীয় ২১ রানে করণ কেসির বলে উইকেটরক্ষক আসিফ শেখকে ক্যাচ দেন ১৪ রান করা ফখর। আর রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার ইমাম (৫)।
আরো পড়ুনঃমুস্তাফিজও কি ইনজুরিতে?
এরপর ৮৬ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৪৪ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে এই জুটি।
পাঁচে নামা আঘা সালমানের ব্যাট হাসেনি আজ। তিনি সাজঘরে ফিরে গেছেন মাত্র ৫ রান করে।
১২৪ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন বাবর ও ইফতিখার আহমেদ। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৪২ ওভারে ৪ উইকেটে ২২৮ রান। আজম ১১২ বলে ১০৩ ও ইফতিখার ৪৬ বলে ৫১ রানে ব্যাট করছেন। ১৯টি ওয়ানডে শতক হাঁকাতে বাবরের লেগেছে ১০২ ইনিংস। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা ১৯টি সেঞ্চুরি পূরণ করেছিলেন ১০৪ ইনিংসে।
আমলাকে টপকে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার।